NRB WORLD SUMMIT এ শিক্ষাখাত নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নেবেন দেশ ও প্রবাসের বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা।

NRB WORLD SUMMIT এ শিক্ষাখাত নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নেবেন দেশ ও প্রবাসের বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা।

‘NRB WORLD SUMMIT’ এ থাকবে ব্যবসা, উন্নয়ন, অর্থনীতি, স্বাস্থ্য, আইসিটি, শিক্ষাসহ বেশ কিছু বিষয়ভিত্তিক দিকনির্দেশনামূলক সেমিনার। সেসব সেমিনারে অংশ নেবেন সংশ্লিষ্ট সেক্টরের দেশ ও প্রবাসের বিদগ্ধজনেরা।

শিক্ষাখাতের ‘EDUCATION & SKILL’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন দেশের শিক্ষাখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) প্রেসিডেন্ট, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের (জিইএন) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান।

এছাড়া সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে অংশ নেবেন আমেরিকান ইনিস্টিটিউট অফ বাংলাদেশ-এর সাবেক সভাপতি অধ্যাপক ড. গোলাম এম মাতবর, যুক্তরাষ্ট্র প্রবাসী খ্যাতিমান বাংলাদেশী ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি’র চ্যান্সেলর আবুবকর হানিপ, বিএসবি-ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ, মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ এবং নেক্সজেন গ্লোবাল গ্রুপ ও গ্লোবাল ট্যালেন্ট কানেক্ট এর সিইও হেমি হোসেন।

NrbBlog