স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪ প্রদানের জন্য ৭ মার্চ ২০২৪ শেরাটন ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে পূর্বাচল বোট ক্লাবের জেনারেল সেক্রেটারি মাহবুবুর রহমান এই ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শওকত আলী এবং প্রতিষ্ঠাতা পরিচালক জোবাইদা নাজনিন চৌধুরী উপস্থিতিতে এনআরবি ওয়ার্ল্ডের সদস্যদের জন্য সদস্য ফি ৫০% ছাড় দেয়ার ঘোষণা দেন। একইসঙ্গে এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনামকে পূর্বাচল বোট ক্লাবের সম্মানসূচক ভাইস প্রেসিডেন্ট পদ দেয়ার ঘোষণাসহ সনদ প্রদান করেন।
৭ মার্চ ২০২৪ শেরাটন ঢাকায় অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন যৌথভাবে ‘ঐতিহাসিক ৭ই মার্চের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ’-এর তাৎপর্য তুলে ধরার জন্য এবং আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালন উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যবসা ও বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের মধ্য থেকে বিচারকমন্ডলীদের দ্বারা নির্বাচিত ৩০ জনকে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ প্রদান করা হয়।