+1 (646) 799-3387

এনআরবি ওয়ার্ল্ড দেশ ও প্রবাসের সেতুবন্ধন

এনআরবি ওয়ার্ল্ড ‘দেশ ও প্রবাসের সেতুবন্ধন’- এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশী প্রফেশনালসদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ড-এর যাত্রা শুরু। যা সম্পূর্ণভাবে একটি অলাভজনক, অরাজনৈতিক এবং প্রধানত দেশসেবামূলক সংগঠন। যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা এবং বিনিয়োগকে কাজে লাগিয়ে মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। এনআরবি ওয়ার্ল্ড মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক হলেও ইতিমধ্যে বিশ্বের প্রায় ৫০টিরও বেশি দেশে অবস্থানরত প্রায় সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী পেশাজীবীরা এই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে বিশ্বের সব দেশের প্রবাসী বাংলাদেশী পেশাজীবীদের এক ছাতার নিচে আনতে কাজ করছে এনআরবি ওয়ার্ল্ড

 

আনুষ্ঠানিকভাবে ২০২২ সালে যাত্রা শুরু করলেও এনআরবি ওয়ার্ল্ড-এর পথচলার শুরু আরও প্রায় এক দশক আগে। মূলত ২০১৪ সালে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ‘ওয়ার্ল্ড বিজনেস সামিট’ আয়োজন করার মধ্য দিয়ে এনআরবি ওয়ার্ল্ড-এর মতো একটি সংগঠন তৈরির ধারণাটি সামনে আসে। একই লক্ষ্যকে সামনে রেখে এরপর একে একে ২০১৭ সালে বাংলাদেশে, ২০১৮ সালে আমেরিকায়, ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত এবং ২০২১ সালে দুবাইয়ে সফলভাবে আরও চারটি ওয়ার্ল্ড বিজনেস সামিট আয়োজন করা হয়।

দেশের নীতি-নির্ধারকদের সঙ্গে প্রবাসী ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং পেশাজীবীদের মাঝে মেলবন্ধন তৈরির লক্ষ্যে ২০২২ সালের ২২ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ডের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয় এনআরবি প্রফেশনাল সামিট-২০২২। আন্তর্জাতিক মানের এই সামিটে সরকারের শীর্ষ পর্যায়ের নীতি-নির্ধারক, মন্ত্রী, বিনিয়োগ ও উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধান, উন্নয়ন বিশেষজ্ঞসহ দেশীয় ব্যবসায়ীদের পাশাপাশি পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত শতাধিক প্রবাসী বাংলাদেশি পেশাজীবী এবং বিনিয়োগকারী এই সামিটে অংশ নেন। এই সামিটে প্রবাসীরা কিভাবে দেশের উন্নয়নে কার্যকর এবং অর্থবহ ভূমিকা রাখতে পারে সে বিষয়ে উল্লেখযোগ্য দিক-নির্দেশনা এবং ঐক্যমত তৈরি হয়।

 

ভবিষ্যতেও এনআরবি ওয়ার্ল্ড নিয়মিতভাবে এ ধরণের সামিটের আয়োজন অব্যাহত রাখবে। যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি প্রফেশনালসদের সঙ্গে দেশীয় বিনিয়োগকারী এবং সরকারি নীতি-নির্ধারকদের নিয়মিত ধারণা বিনিময়ের পাশাপাশি নিরবচ্ছিন্ন যোগাযোগ তৈরি হবে।

এনআরবি ওয়ার্ল্ড-এর প্রধানতম লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বিশ্বের নানা দেশে ছড়িয়ে থাকা যেসব প্রবাসী বাংলাদেশি পেশাজীবী আছেন তাদেরকে সরাসরি দেশের উন্নয়নে যুক্ত করার প্রয়াস চালানো। এই লক্ষ্য বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশী প্রফেশনালস এবং বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহি ও উদ্ধুদ্ধ করতে কাজ করছে এনআরবি ওয়ার্ল্ড। পাশাপাশি প্রবাসীদের বিনিয়োগ যাতে নিরাপদ এবং অর্থবহ হয় তা নিশ্চিতেও কাজ করছে এনআরবি ওয়ার্ল্ড। মূলত সরকার ও দেশের ব্যবসায়ীদের সঙ্গে প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে সেতু বন্ধন তৈরির কাজ করছে এই সংগঠন। এছাড়া প্রবাসী বাংলাদেশী প্রফেশনালসদের জন্য পরামর্শকের কাজও করে এনআরবি ওয়ার্ল্ড। অনেক প্রবাসী বাংলাদেশি প্রফেশনালস আছেন যারা নিজেদের কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায়, কিভাবে, কিসে বিনিয়োগ করা সঠিক এবং লাভজনক হবে সে সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই। অনেক ক্ষেত্রে তারা প্রতারিত কিংবা আর্থিক ক্ষতিরও মুখোমুখি হন। এ ধরণের ক্ষেত্রে এনআরবি ওয়ার্ল্ড আগ্রহি বিনিয়োগকারীদের পরামর্শ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেবে।


এনআরবি ওয়ার্ল্ড-এর আরেকটি লক্ষ্য হচ্ছে ‘ব্রেইন ড্রেইন’কে ‘ব্রেন গেইন’-এ পরিণত করা। অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদসহ বিভিন্ন পেশার যেসব মেধাবী বাংলাদেশিরা দেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে নিজ নিজ কাজের ক্ষেত্রে সফলতা লাভ করেছেন, নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের শীর্ষে উঠেছেন তাদের মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগনো। এক্ষেত্রে তিন ধাপে কাজ করবে এনআরবি ওয়ার্ল্ড। প্রথমত, এ ধরণের অভিজ্ঞ এনআরবি প্রফেশনালসদের মাধ্যমে দেশের তরুণদের প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করা। দ্বিতীয়ত, সেসব দক্ষ জনশক্তিকে দেশে এবং দেশের বাইরে ভালো কাজ পেতে সহযোগিতা করা। তাদেরকে নানা ধরণের গাইডলাইন দেওয়া। তৃতীয়ত, দেশের অনেক ব্যবসায়ী ও বিনিয়োগকারী আছেন যাদের ব্যবসায়িক কারণে পরামর্শক এবং টেকনিক্যাল এক্সপার্ট প্রয়োজন হয়। সরকারও তার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সেক্টরের টেকনিক্যাল এক্সপার্ট নিয়োগ করে থাকে। যার শতকরা নিরানব্বই জনই হন বিদেশি। এই ক্ষেত্রে বড় ধরণের ভূমিকা রাখতে চায় এনআরবি ওয়ার্ল্ড। স্ব স্ব ক্ষেত্রের প্রবাসী বাংলাদেশি এক্সপার্টদের সঙ্গে দেশের ব্যবসায়ী এবং সরকারি নীতি-নির্ধারকদের সংযোগ ঘটিয়ে দেওয়ার কাজ করবে এনআরবি ওয়ার্ল্ড। এক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং দেশি বিনিয়োগীকারীরা যেমন আর্থিকসহ নানা দিক দিয়ে লাভবান হবেন একইভাবে উপকৃত হবেন প্রবাসী বাংলাদেশি প্রফেশনালসরাও।


সর্বোপরি এনআরবি ওয়ার্ল্ড-এর মূল উদ্দেশ্যই হলো প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ীসহ আগ্রহি সবার সাথে বাংলাদেশের সরকার, উদ্যোক্তা ও নীতি-নির্ধারকদের একটি অর্থবহ এবং কার্যকর সংযোগ ঘটানো। যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা যেমন উপকৃত হবে তেমনি লাভবান হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও দেশের মানুষ।সর্বোপরি এনআরবি ওয়ার্ল্ড-এর মূল উদ্দেশ্যই হলো প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ীসহ আগ্রহি সবার সাথে বাংলাদেশের সরকার, উদ্যোক্তা ও নীতি-নির্ধারকদের একটি অর্থবহ এবং কার্যকর সংযোগ ঘটানো। যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা যেমন উপকৃত হবে তেমনি লাভবান হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও দেশের মানুষ।